নাগরিক-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1590
15891. কিসের ওপর আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সফলতা নির্ভর করে?
- মূলধনের ওপর
- সুনাগরিকের বুদ্ধির ওপর
- জনগণের ওপর
- নেতৃবৃন্দের ওপর
15892. নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
15893. প্রাচীন গ্রিসে রাষ্ট্রগুলো কেমন ছিল?
- বৃহৎ রাষ্ট্র
- ছোট ছোট রাষ্ট্র
- পুঁজিবাদী রাষ্ট্র
- জাতীয় রাষ্ট্র
15894. অনুরোধকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট থাকলে অনধিক কত কার্য দিবসের মধ্যে অনুরোধকৃত তথ্য সরবরাহ করতে হবে?
- ১০ কার্য দিবসের মধ্যে
- ২০ কার্য দিবসের মধ্যে
- ২৫ কার্য দিবসের মধ্যে
- ৩০ কার্য দিবসের মধ্যে
15895. কোন অধিকারটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত?
- সম্পত্তি ভোগের
- ভোটাধিকারের
- মজুরি লাভের
- নির্বাচিত হওয়ার
15896. কত তারিখে তথ্য অধিকার আইন পাস হয়?
- ৫ এপ্রিল
- ৫ মার্চ
- ৫ জুন
- ৫ জুলাই
15897. যেসব অধিকার রাষ্ট্রের সংবিধানে বর্ণিত থাকে তাকে কী বলে?
- মানবাধিকার
- মৌলিক অধিকার
- নৈতিক অধিকার
- সামাজিক অধিকার
15898. যার বিবেক আছে সে যে ধরনের কাজ করে –
- ন্যায়-অন্যায় বুঝতে পারে
- সৎ কাজ থেকে বিরত থাকে
- সৎ-অসৎ বুঝতে পারে
A,C
15899. তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট যেভাবে অনুরোধ করা যায় –
- মোবাইলে 2. ই-মেইলে 3. ডাকযোগে
B,C
15900. কী কারণে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষতথ্য সরবরাহে ৩০ কার্য দিবস নিতে পারে?
- একাধিক তথ্য প্রদান ইউনিট থাকলে
- অফিসে ব্যস্ততা থাকলে
- গুরুত্বপূর্ণ তথ্য হলে
- গোপনীয় তথ্য হলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "নাগরিক-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1590"