পৌরনীতি-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1576
15751. নাগরিকতার স্থানীয় বিষয় কোনটি?
- পৌরসভা
- আইনসভা
- কমনওয়েলথ
- জাতিসংঘ
15752. পৌরনীতির ইংরেজী প্রতিশব্দ কোনটি?
- সিভিক্স
- সিভিটাস
- সিভিস
- সিভিস ও সিভিটাস
15753. বর্তমানে কোন পরিবার গঠনের প্রবণতা বেশি দেখা যায়?
- যৌথ পরিবার
- একক পরিবার
- বহুপত্নীক পরিবার
- বহুপতি পরিবার
15754. কোন পরিবারে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে?
- একক পরিবারে
- একপত্নীক পরিবারে
- বহুপত্নীক পরিবারে
- বহুপতি পরিবারে
15755. প্রাচীনকালে কোন দেশে নাগরিক ও নগররাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল?
- ইতালিতে
- গ্রিসে
- যুক্তরাজ্যে
- ফ্রান্সে
15756. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের কোনটি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন?
- অর্থনীতি
- পৌরনীতি
- সামাজিক বিজ্ঞান
- ভূগোল
15757. পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের বিষয়বস্তু –
- নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবই
- সমাজ রাষ্ট্রের আচরণ ও কার্যাবলি
- অধিকার কর্তব্য দায়িত্ববোধ
- সাম্য অধিকার
15758. সামাজিক মূল্যবোধের লালন পরিবারের কোন ধরনের কাজ?
- শিক্ষামূলক
- রাজনৈতিক
- মনস্তাত্ত্বিক
- সাংস্কৃতিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৌরনীতি-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1576"