পৌরনীতি ও নাগরিকতা | এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1571
15701. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের নিকট ঐশী মতবাদ বিপজ্জনক মনে হওয়ার কারণ, এখানে শাসক –
- তার কাজের জন্য একমাত্র বিধাতার নিকট দায়ী থাকেন
- নিজেই একাধারে রাষ্ট্রপ্রধান অপরদিকে ধর্মীয় প্রধান
- নিজেকে স্রষ্টার প্রতিনিধি মনে করেন
A,B,C
15702. কোনটিকে পরিবার বলা যাবে না?
- শুধু একজন মহিলা বা একজন পুরুষকে
- শুধু একজন মহিলা বা একজন মেয়েকে
- শুধু একজন শিক্ষার্থী বা একজন পুরুষকে
- শুধু একজন ছাত্রী বা একজন মেয়েকে
15703. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ কিলোমিটার?
- ১৬৭৭০০ বর্গ কিলোমিটার
- ১৫৭৬৭০ বর্গ কিলোমিটার
- ১৪৭৫৭০০ বর্গ কি.মি
15704. প্রাচীন ‘নগররাষ্ট্রের’ স্থলে বর্তমানে কোন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে?
- গণতান্ত্রিক রাষ্ট্র
- বৃহৎ জাতীয়তাবাদী রাষ্ট্র
- স্বাধীন রাষ্ট্র
- বৃহৎ জোট রাষ্ট্র
15705. নাগরিকদের অধিকার ও কর্তব্য কোনটির অন্যতম আলোচ্য বিষয়?
- অর্থনীতির
- সমাজবিজ্ঞানের
- পৌরনীতির
- বিজ্ঞানের
15706. আফ্রিকার বাহিমা উপজাতির মধ্যে প্রচলিত আছে –
- যৌথ পরিবার
- বহুপতি পরিবার
- একক পরিবার
- বহুপত্নীক পরিবার
15707. পৌরনীতিতে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
- কারণ অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তু
- কারণ বাংলাদেশের ইতিহাসের কথা আলোচনা করা হয়
- কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পৌরনীতিতে আলোচনা করা হয়
- কারণ জাতীয় ও আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে
15708. মানুষের মৌলিক চাহিদা কী?
- খাদ্য বস্ত্র
- সম্পদ শিক্ষা ও ব্যক্তিত্ব
- খাদ্য বস্ত্র
15709. আধুনিককালের বিশাল জাতীয়তাবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার প্রাথমিক উপাদান হিসেবে বিবেচ্য –
- প্রাচীন ক্ষুদ্র নগররাষ্ট্র
- নাগরিকদের আগ্রহ
- আদি পরিবার ব্যবস্থা
- সমাজ ব্যবস্থার বিকাশ
15710. বাংলাদেশের বর্তমান লোকসংখ্যা কত?
- প্রায় ১৫ কোটি
- প্রায় ১৬ কোটি
- প্রায় ১৪ কোটি
- প্রায় ১৩ কোটি
পৌরনীতি ও নাগরিকতা | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৌরনীতি ও নাগরিকতা এসএসসি পৌরনীতি"