পৌরনীতি-ও-নাগরিকতা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1570
15691. Civics শব্দটির উৎপত্তি কোন কোন শব্দ থেকে?
- Civis ও Civics
- Civics ও Civitas
- Civis ও Civitas
- Cives ও Civitas
15692. রাষ্ট্র প্রদত্ত নাগরিক মর্যাদাকে কী বলা হয়?
- নগররাষ্ট্র
- প্রজা
- বিদেশি
- নাগরিক
15693. মানুষের মৌলিক প্রয়োজন/চাহিদা কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
15694. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?
- জনসমষ্টি
- ভূখন্ড
- সরকার
- সার্বভৌমত্ব
15695. ইংরেজী Civics শব্দের প্রতিশব্দ কী?
- নাগরিক
- নাগরিকতা
- সমাজ
- পৌরনীতি
15696. মানবিক গুণাবলির শিক্ষালাভের প্রথম সুযোগ কোথায় সৃষ্টি হয়?
- বিদ্যালয়ে
- পরিবারে
- সমাজে
- রাষ্ট্রে
15697. পরিবারের শিক্ষামূলক কাজ কোনটি?
- সততা
- শিষ্টাচার
- উদারতা নিয়মানুবর্তিতা
- রাগ সততা
15698. বহুপতি পরিবারে –
- একজন পুরুষ বহু বিয়ে করতে পারে
- একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করতে পারে
- একজন পুরুষ তিনজন স্ত্রী গ্রহণ করতে পারে
- একজন স্ত্রী একজন স্বামী গ্রহণ করতে পারে
15699. কোনটি পরিবারের অন্যতম কাজ?
- লেখাপড়া শেখা
- অন্নদান করা
- শুধু জন্মদান করানো
- সন্তান জন্মদান ও লালন-পালন করা
15700. আধুনিককালে রাষ্ট্র ব্যবস্থা কোন ধরনের?
- জাতীয়তাবাদী
- কল্যাণমূলক
- আঞ্চলিক
- অগণতান্ত্রিক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "পৌরনীতি-ও-নাগরিকতা - এসএসসি-পৌরনীতি-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1570"