এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1558
15571. ক্ষত সারাতে খুবই সহায়ক হিসেবে কাজ করে কোনটি?
- ভিটামিন-সি
- ভিটামিন-ডি
- ভিটামিন-এ
- ভিটামিন-বি
15572. পানিকে কত মিনিট ফুটালে জীবাণুমুক্ত হয়?
- 10-12 মিনিট
- 5-10 মিনিট
- 15-20 মিনিট
- 3-5 মিনিট
15573. শার্ট ও প্যান্ট-
- (i) অজৈব যৌগ
- জৈব যৌগ
- তন্তুর সমন্বয়ে গঠিত যৌগ
B,C
15574. দাঁতের এনামেলকে আক্রমণ করে কোনটি?
- এসিড
- ক্ষারক
- লবণ
- জীবাণু
15575. কোনটি সবচেয়ে বেশি সক্রিয় মৌল?
- সোডিয়াম
- পটাসিয়াম
- ক্যালসিয়াম
- ম্যাগনেসিয়াম
15576. COD মানে হল-
- রাসায়নিক হাইড্রোজেন চাহিদা
- রাসায়নিক কার্বন চাহিদা
- রাসায়নিক অক্সিজেন চাহিদা
- রাসায়নিক নাইট্রোজেন চাহিদা
15577. টারটারিক এসিড, সাইট্রিক এসিডের স্বাদ কেমন?
- টক
- ঝাল
- মিষ্টি
- সবগুলো
15578. পানির স্থায়ী খরতা দূর করার জন্য পদ্ধতি দেওয়া হল। এগুলো লক্ষ্য কর-
- সোডা পদ্ধতি
- পারমুটিট পদ্ধতি
- আয়ন বিনিময় রেজিন পদ্ধতি
A,B,C
15579. খনিজ এসিড-
- ফসফরিক এসিড (H3SO4)
- সালফিউরিক এসিড (H2SO4)
- ভিটামিন সি
A,B
15580. টয়লেট ক্লিনার হিসাবে ব্যবহৃত হয়-
- NH3
- NaOH
- H2SO4
- HNO3
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-9 - এসএসসি-রসায়ন-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1558"