এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1547
15461. সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় –
- ক্লোরিন গ্যাস
- হাইড্রোজেন গ্যাস
- সোডিয়াম হাইড্রক্সাইড
A,B,C
15462. কোন সেলে বিশ্লেষ্য দ্রব নেই?
- তড়িৎ বিশ্লেষ্য কোষ
- তড়িৎ রাসায়নিক কোষ
- ড্রাইসেল
- ড্যানিয়েল কোষ
15463. কোন দেশে ইথানলকে পেট্রোলিয়ামের সাথে মিশ্রিত করে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়?
- ভুটান
- পাকিস্তান
- ব্রাজিল
- নেপাল
15464. উদ্ভিদ সালোকসংশ্লেষণ সম্পন্ন করার জন্য কোন গ্যাস শোষণ করে?
- CO2
- CO
- O2
- SO2
15465. তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করলে কোন ধরনের আয়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে?
- ধনাত্মক চার্যযুক্ত
- ঋণাত্মক চার্যযুক্ত
- চার্য নিরপেক্ষ
- কোনটি নয়
15466. নিচের কোন সেলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব?
- হাইড্রোজেন ফ্লুয়েল সেল
- ড্রাইসেল
- লেড স্টোরেজ সেল
- ড্যানিয়েল সেল
15467. ইথানল তৈরি করা হয় — থেকে।
- শর্করা জাতীয় শস্য
- আমিষ জাতীয় শস্য
- স্নেহ জাতীয় শস্য
- শ্বেতসার জাতীয় শস্য
15468. গ্লুকোজ সেন্সর যন্ত্রে অ্যানোড ও ক্যাথোড কোন প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়?
- স্ক্রিন স্ক্যানিং
- স্কিন প্রেসিং
- স্ক্রিন প্রিন্টিং
- স্ক্রিন ম্যাপিং
15469. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
- পানি
- কার্বন ডাইঅক্সাইড
- কার্বন
- অক্সিজেন
15470. এক মোল O = O বন্ধন ভাঙতে কত শক্তি শোষিত হয়?
- 249 kJ
- 244 kJ
- 435 kJ
- 431 kJ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-8 - এসএসসি-রসায়ন-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1547"