এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1538
15371. হাইড্রোজেন ফুয়েল সেল কী ধরনের কোষ?
- শুষ্ক কোষ
- ইলেকট্রোলাইট কোষ
- ফিউশন কোষ
- স্টোরেজ কোষ
15372. পানিতে তাপ দিয়ে জলীয় বাষ্পে পরিণত করে আবার ঠান্ডা করলে নিচের কোনটিতে পরিণত করা যায়?
- জলীয়
- তরল
- কঠিন বরফ
- তরল ও কঠিন
15373. নিচের কোন বিক্রিয়ায় তাপ শোষিত হয়?
- কার্বনের দহনের ফলে
- চুনের সাথে পানি মিশালে
- সোডিয়াম বাইকার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায়
- হাইড্রোজেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়
15374. ΔH ঋণাত্মক হলে আধুনিক রীতি অনুযায়ী বিক্রিয়াটি হবে –
- তাপোৎপাদী
- তাপহারী
- উভমুখী
- কোনটিই নয়
15375. মিথেনের দহনের ক্ষেত্রে কোনটি সঠিক?
- কার্বন-কার্বন বন্ধন ভেঙ্গে যায়
- কার্বন-কার্বন বন্ধন সৃষ্টি হয়
- কার্বন-হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়
- কার্বন-অক্সিজেন বন্ধন সৃষ্টি হয়
15376. লোহা ব্যবহৃত হয় –
- রেলপথ নির্মাণে
- বিমান তৈরিতে
- কালকারখানা তৈরিতে
A,B,C
15377. উত্তর আমেরিকার বিদ্যুতের মোট চাহিদার শতকরা কতভাগ পারমাণবিক চুল্লি থেকে উৎপন্ন করছে?
- 0.2
- 0.3
- 0.4
- 0.5
15378. নিচের কোনটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ?
- হাইড্রোজেন
- অক্সিজেন
- কার্বন ডাইঅক্সাইড
- কার্বন মনোক্সাইড
15379. গ্যালভানি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন প্রক্রিয়াটি কত সালে আবিষ্কার করেন?
- 1780 সালে
- 1880 সালে
- 1885 সালে
- 1980 সালে
15380. তড়িৎ রাসায়নিক গ্লুকোজ সেন্সর ব্যবহার করে রক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করতে কতটুকু সময় লাগে?
- এক মিনিট
- দুই মিনিট
- তিন মিনিট
- চার মিনিট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-8 - এসএসসি-রসায়ন-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1538"