এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1532
15311. কোনটি জারক পদার্থ?
- CO
- H2S
- H2
- O2
15312. রাসায়নিক পরিবর্তনে-
- বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে নতুন অণুর সৃষ্টি হয়
- বস্তুকে সহজে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না
- তাপ শক্তির পরিবর্তন অবশ্যই ঘটবে
A,B,C
15313. মুক্ত মৌলের জারণ সংখ্যার মান কত?
- #ERROR!
15314. লোহাকে দীর্ঘদিন বাতাসে রেখে দিলে এর উপর লালচে বাদামী রঙের আস্তরণ পড়ে। এটি কোন ধরনের পরিবর্তন?
- গ্যাসীয় পরিবর্তন
- ভৌত পরিবর্তন
- বিশুদ্ধ লোহার পরিণত হওয়া
- রাসায়নিক পরিবর্তন
15315. ম্যাগনেসিয়াম ধাতুর দহনে উৎপন্ন হয় কোনটি?
- Mg(OH)2
- MgCO3
- Mg(NO3)2
- MgO
15316. তড়িৎ প্রলেপনে যে ধাতুর প্রলেপ দিতে হবে তার বৈশিষ্ট্য কীরূপ হতে হয়?
- কম সক্রিয় ধাতু
- যে কোন সক্রিয় ধাতু
- যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সে ধাতু ব্যতীত অন্য যে কোন ধাতু
- যে ধাতুর উজ্জ্বলতা বেশি
15317. লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালভানাইজিং এর কাজে কোন ধাতু ব্যবহার করা হয়?
- A1
- Zn
- Cu
- Pb
15318. হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন একটি-
- তাপোৎপাদী
- তাপহারী
- প্রতিস্থাপন বিক্রিয়া
- নিউক্লিয়াসের পরিবর্তন
15319. শর্করা জাতীয় খাদ্য হলো-
- ভাত
- গ্লুকোজ
- চিনি
A,B,C
15320. কোন ধরনের বিক্রিয়া ক্ষেতে চাপের প্রভাব আছে?
- বিক্রিয়ার উভয় দিকের গ্যাসীয় মোল সংখ্যা সমান
- দ্রবণে সমসত্ত্ব বিক্রিয়া হলে
- কঠিন অবস্থায় সমসত্ত্ব বিক্রিয়া হলে
- গ্যাসীয় বিক্রিয়ার উভয় দিকে গ্যাসীয় যৌগসমূহের মোল সংখ্যা সমান না হলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-7 - এসএসসি-রসায়ন-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1532"