এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1528
15271. কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে?
- পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করা
- চুনের সাথে পানি যোগ করা
- মোম গলে তরলে পরিণত হয়
- বরফকে তাপ দিয়ে পানিতে পরিণত করা
15272. মরিচা কী?
- এক ধরনের অজৈব যৌগ
- সমসত্ত্ব মিশ্রণ
- Fe ও O2 এর সবন্বিত যৌগ
- FeO2 H2O এর সৃষ্ট যৌগ
15273. CuSO4 + 5H2O → CuSO45H2O বিক্রিয়াটি-
- কেলাস তৈরির বিক্রিয়া
- আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া
- জারণ-বিজারণ বিক্রিয়া
- সমাণুকরণ বিক্রিয়া
15274. কচু খাওয়ার পর গরা চুলকালে তেঁতুল খেতে হয় কারণ-
- কচু এসিড জাতীয় এবং তেঁতুল ক্ষার জাতীয় পদার্থ
- কচু ক্ষার জাতীয় এবং তেঁতুল এসিড জাতীয় পদার্থ
- কচু ও তেঁতুল উভয়ই এসিড জাতীয় পদার্থ
- কচু ও তেঁতুল উভয়ই ক্ষার জাতীয় পদার্থ
15275. এন্টাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন করে?
- প্রতিস্থাপন
- দহন
- সংযোজন
- প্রশমন
15276. এসিড + ক্ষার→? + পানি, নিচের কোনটি হবে?
- লবণ
- ধাতুর অক্সাইড
- জৈস এসিড
- অ্যালকোহল
15277. রাসায়নিক বিক্রিয়ায় কোনটি পরিবর্তিত হয়?
- পরমাণু সংখ্যা
- মোট ভর
- বস্তুর ধর্ম
- ভরের অনুপাত
15278. লোহার উপর মারিচা পড়া-
- ভৌত পরিবর্তন
- রাসায়নিক পরিবর্তন
- ভৌত ও রাসায়নিক পরিবর্তন
- কোনটিই নয়
15279. কোনটি ভৌত পরিবর্তন?
- হাইড্রোজেন ও অক্সিজেনের সংযোগে পানি তৈরি
- জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি
- মোমবাতি জ্বালানো
- লোহার মরিচা পড়া
15280. রাসায়নিক বিক্রিয়ার তাপ পরিবর্তনের কারণ কী?
- বন্ধন অপরিবর্তিত থাকা
- শতকরা সংযুক্তি অপরিবর্তিত থাকা
- তাপ প্রয়োগ
- বন্ধন ভাঙ্গা ও নতুন বন্ধন গঠনে শক্তির পরিবর্তন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-7 - এসএসসি-রসায়ন-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1528"