এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1516
15151. শতকরা সংযুতি গণনার জন্য-
- যৌগে বিদ্যমান মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে হয়
- যৌগের আণবিক ভর বের করতে হয়
- আণবিক ভরকেব পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুণ করতে হয়
A,B
15152. ব্লু-ভিট্রিয়ল এ কেলাস পানির পরিমাণ কত?
- 0.4057
- 0.8793
- 0.3607
- 0.0607
15153. জীববিজ্ঞান মোল বলতে বুঝায়?
- ক্ষুদ্র প্রাণ
- লোম বিশিষ্ট ক্ষুদ্র প্রাণ
- জড় বস্তুর সমষ্টি
- নিউক্লিয়াসকে
15154. যোজনী সম্পর্কে নিচের তথ্যসমূহ লক্ষ করো-
- কার্বন একটি দ্বিযোজী মৌল
- অক্সিজেন একটি দ্বিযোজী মৌল
- ক্লোরিন একটি একযোজী মৌল
B,C
15155. ২ গ্রাম কার্বনে কতগুলো কার্বন পরমাণু থাকবে?
- 1.0038×1023টি
- 2.008×1022টি
- 1.05×1024টি
- 1.68×1024টি
15156. কোনটি একযোজী যৌগমূলক?
- ক্রোমেট
- সিলিকেট
- নাইট্রাইট
- সালফেট
15157. এক লিটার দ্রবণে ২ মোল দ্রব থাকলে সেটি কী?
- 2 মোলার দ্রবণ
- 1.2 মোলার দ্রবণ
- 0.75 মোলার দ্রবণ
- 3 মোলার দ্রবণ
15158. যৌগে মৌলসমূহের শতকরা সংযুতি সমষ্টি কত?
- 1
- 50
- 100
- 200
15159. একটি সোডিয়াম পরমাণুর ভর কত?
- 23×1023টি
- 3.82×10-23টি
- 38.2×10-22টি
- -3.87×10-23টি
15160. তাপমাত্রা বৃদ্ধির সাথে গ্যাসের আয়তনের কীরূপ পরিবর্তন হয়?
- হ্রাস পায়
- বৃদ্ধি পায়
- কোন প্রভাব নেই
- তরলে পরিণত হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-6 - এসএসসি-রসায়ন-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1516"