এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1509
15081. একটি যৌগের স্থূল সংকেত N2O3 যদি এর প্রকৃত আণবিক ভর 76 হয় তাহলে এর সংকেত কোনটি?
- N2O3
- N4O6
- NO
- N2O2
15082. কোনো যৌগের স্থূল সংকেত HO থেকে বুঝা যায়-
- যৌগের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেন বিদ্যমান
- রাসায়নিক অণুতে উভয় পরমাণু সংখ্যা সমান
- যৌগের আণবিক সংকেত স্থূল সংকেতের সমান
A,B
15083. প্রমাণ তাপমাত্রা-
- 300 K
- 298 K
- 295 K
- 303 K
15084. নীর বর্ণের কপার সালফেটকে উত্তপ্ত করলে তা সাদা বর্ণ ধারণ করে, কারণ-
- পানি বা বাষ্পীভূত হয়
- পানিবিহীন কপার সালফেটের বর্ণ সাদা
- পানিযুক্ত কপার সালফেটের বর্ণ সাদা
A,B
15085. একটি যৌগের স্থূল সংকেত CH এবং আণবিক ভর 26 হলে এর আণবিক সংকেত কোনটি?
- C3H8
- C2H2
- C2H6
- C6H6
15086. নীল বর্ণের CuSO4 কে উত্তপ্ত করলে কোন বর্ণে পরিণত হয়?
- বর্ণহীন
- নীল
- লাল
- সাদা
15087. 3×1017 টি অক্সিজেন গ্যাসের আয়তন প্রমাণ অবস্থায় কত?
- 11.2 লিটার
- 16.4 লিটার
- 0.023×102 লিটার
- 1.12×10-5 লিটার
15088. ২ লিটারের দ্রবণ সেমিমোলার হবে এতে-
- 58.5 গ্রাম NaCI যোগ করলে
- 112 গ্রাম Na2CO3 যোগ করলে
- 100 গ্রাম CaCO3
A,C
15089. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
- ১৬ গ্রাম
- ১২ গ্রাম
- ৩২ গ্রাম
- ৪২ গ্রাম
15090. স্থুল সংকেতের ক্ষেত্রে-
- একাধিক যৌগের একই স্থুল সংকেত হতে পারে
- সর্বক্ষেত্রে স্থূল সংকেত আণবিক সংকেতের সমান হয়
- স্থুল সংকেত পরমাণুসমূহের আপেক্ষিক অনুপাত বুঝায়
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1509"