এসএসসি রসায়ন | এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1507
15061. H2O এর একটি অণুর ভর কত গ্রাম?
- 5.8×10-23
- 3.5×10-23
- 2.19×10-23
- 2.99×10-23
15062. 20 গ্রাম Mg থেকে কত গ্রাম MgO উৎপন্ন করে?
- 11.2 গ্রাম
- 52 গ্রাম
- 33.3 গ্রাম
- 68 গ্রাম
15063. 250C তাপমাত্রা ও 1 বায়ুমন্ডলীয় (atm) চাপে 22.4 লিটার O2 গ্যাসের ভর কত?
- ১২ গ্রাম
- ৩২ গ্রাম
- ১৬ গ্রাম
- ৪২ গ্রাম
15064. ২৪ গ্রাম Mg কত গ্রাম O2 এর সাথে বিক্রিয়া করবে?
- ১৬ গ্রাম
- ১২ গ্রাম
- ৩২ গ্রাম
- ৪২ গ্রাম
15065. যৌগ গঠনের সময় পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে-
- কপার
- ফসফরাস
- জিংক
A,B
15066. 22 গ্রাম CO2(g) এর আয়তন প্রমাণ অবস্থায় কত?
- 22.4 লিটার
- 22.4 cm3
- 11.2 লিটার
- 22.4 dm3
15067. HCI এ H ও CI এর শতকরা সংযুক্তির সমষ্টি কত?
- 78
- 11.11
- 100
- 120
15068. কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে গঠিত একটি যৌগের অণুতে মৌল তিনটির পরমাণু সংখ্যার অনুপাত ১ : ২ : ১। ১ যদি যৌগটির বাষ্পঘনত্বের মান অক্সিজেনের ২.৮১৩ গুণ হয়, তাহলে যৌগটির আণবিক সংকেত কোনটি হবে?
- C3H6O3
- CH2O
- C2H4O2
- C4H8O4
15069. উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
- 1.27x 1024
- 2.5×1024
- 6.02×1023
- 6.36×1023
15070. CO2 তে কার্বন ও অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত?
- 0.0840277777777778
- 0.0423611111111111
- 0.0854166666666667
- 0.167361111111111
এসএসসি রসায়ন | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন মডেল টেস্ট অনুশীলন - 1507"