এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1503
15021. কোন অধাতুটি বিদ্যুৎ পরিবহন করে?
- গ্রাফাইট
- হীরক
- আয়োডিন
- সোডিয়াম
15022. হিলিয়াম বাদে অন্যান্য নিস্ক্রিয় গ্যাসের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন থাকে-
- ২টি
- ১৮টি
- ৮টি
- ৩২টি
15023. ক্যাথোড কী?
- ধনাত্মক তড়িদ্বার
- ঋণাত্মক তড়িদ্বার
- নিরপেক্ষ তড়িদ্বার
- কোনটিই নয়
15024. আয়নিক যৌগ সম্পর্কিত তথ্যসমূহ লক্ষ কর-
- সাধারণত যৌগের বিক্রিয়া খুব দ্রুত গতিসম্পন্ন
- আয়নিক যৌগে দ্রবণে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন প্রদান করে
- আয়নিক যৌগ পানিতে দ্রবণীয় নয়
A,B
15025. কোনো মৌল ইলেকট্রন গ্রহন, বর্জন বা শেয়ার করে মূলত কিসের জন্য?
- বন্ধন গঠনের জন্য
- আন্তঃআণবিক আকর্ষণের জন্য
- যৌগ গঠনের জন্য
- স্থিতিশীলতা অর্জনের জন্য
15026. জৈব দ্রাবকে দ্রবণীয় কোনটি?
- Na
- MgCI2
- CCI4
- He
15027. অষ্টক নিয়মে কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জিত হয়?
- হাইড্রোজেন
- নাইট্রোজেন
- হিলিয়াম
- নিয়ন
15028. দুই-এর নিয়ম প্রযোজ্য কোন মৌলের ক্ষেত্রে?
- H
- He
- L1
- সবগুলো
15029. নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?
- KF
- CaS
- MgO
- CaCI
15030. ৫টি অ্যামোনিয়া অণুতে পরমাণু সংখ্যা কত?
- ৪টি
- ৮টি
- ১৫টি
- ২০টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1503"