এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1502
15011. গ্রাফাইট কোন মৌলের রূপভেদ?
- সালফার
- ফসফরাস
- সিলিকন
- কার্বন
15012. কয়টি Na+ আয়ন একটি সালফেট আয়নের সাথে যুক্ত হয়?
- 1 টি
- ২ টি
- ২ টি
- ৩ টি
15013. খুব সহজেই দুই-এর বা অষ্টক নিয়ম মেনে চলে-
- F
- Fb
- Na
A,C
15014. ৬টি পানির অণুতে কয়টি অক্সিজেন অণু বিদ্যমান?
- 3
- 4
- 5
- 6
15015. পরমাণুসমূহ পাশাপাশি অবস্থান করে কোন ধরনের বন্ধনে?
- ধাতব
- সমযোজী
- আয়নিক
- হাইড্রোজেন
15016. নিচের কোন পরমাণুর যোজনী ইলেকট্রন 8?
- He
- Ar
- N
- K
15017. ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী কোনটি?
- বন্ধন ইলেকট্রন
- মুক্ত ইলেকট্রন
- নিউট্রন
- প্রোটন
15018. রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ-
- স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের প্রবণতা
- মৌলসমূহের সর্বোচ্চ স্থায়িত্ব অর্জনের স্থৈতিক শক্তির মান সর্বনিম্ন করার প্রবণতা
- মৌলসমূহ খুবই সক্রিয় বলে
A,B
15019. সমযোজী যৌগ কোন বন্ধন দ্বারা গঠিত হয়?
- আয়নিক
- সমযোজী
- ধাতব
- আয়নিক ও সমযোজী
15020. ম্যাগনেসিয়াম (Mg) পরমাণু ত্যাগ করে-
- দ্বি ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়
- যোজ্যতাস্তর পূর্ণ করে
- নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন"