এসএসসি মডেল টেস্ট – 1489
14883. কোন অণুর আকৃতি পিরামিডের ন্যায়?
- CO2
- H2O
- CCI4
- NH3
14884. অ্যালকোহল কী ধরনের যৌগ?
- আয়নিক
- সমযোজী
- ধাতব
- নিস্ক্রিয়
14885. হাইড্রোজেন নিস্ক্রিয় গ্যাসের কোন বিন্যাস লাভ করে?
- দ্বৈত
- ষষ্টক
- অষ্টক
- অষ্টাদশক
14886. সমযোজী যৌগসমূহ সাধারণত অপোলার দ্রাবকে-এবং পোলার দ্রাবকে-
- অদ্রবণীয় দ্রবণীয়
- অদ্রবণীয় অদ্রবণীয়
- দ্রবণীয় অদ্রবণীয়
- দ্রবণীয় দ্রবণীয়
14887. ধাতব কেলাসে মুক্তভাবে চলাফেরা করে কোনটি?
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
- মেসন
14888. হিলিয়াম পরমাণুর বহিঃস্থ-
- দ্বৈত পূর্ণ
- অষ্টক পূর্ণ
- অষ্টক অপূর্ণ
- দ্বৈত অপূর্ণ
14889. অপোলার সমযোজী যৌগের বৈশিষ্ট্য কোনটি?
- গলনাঙ্ক বেশি
- জৈব দ্রাবকে অদ্রবণীয়
- এ যৌগ বিদ্যুৎ অপরিবাহী
- বিদ্যুৎ পরিবাহী
14890. পানির অণুতে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত?
- 1
- 2
- 3
- 4
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এস.এস.সি রসায়ন
রসায়নের পর্যায় সারনি মনে রাখার উপায়
এইচএসসি রসায়ন ১মপত্র : নিষ্ক্রিয় গ্যাস
0 responses on "এসএসসি রসায়ন কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1489"