এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1474
14731. পটাসিয়ামে পারমাণবিক ভর কত?
- 19
- 38
- 39
- 40
14732. কোন ধরনের ক্ষার ধাতুসমূহ মাটিতে থাকে?
- মৃৎক্ষার ধাতু
- ক্ষারধাতু
- হ্যালোজেন
- অর্ধক্ষার ধাতু
14733. ১৭৮৯ সালে কোন বিজ্ঞানী মৌলসমূহকে একটি ক্রমে বিন্যস্ত করেন?
- ল্যাভয়সিয়ে
- নিউল্যান্ড
- লুথার মেয়র
- ম্যান্ডেলিফ
14734. তেজস্ক্রিয় নিস্ক্রিয় গ্যাস কোনটি?
- আর্গন
- নিয়ন
- জেনন
- রেডন
14735. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,18,8,2 হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোথায়?
- ৪র্থ পর্যায়ের ২ শ্রেণীতে
- ৫ম পর্যায়ের ২ শ্রেণীতে
- ৩য় পর্যায়ের ১ শ্রেণীতে
- ৫ম পর্যায়ের ১৬ শ্রেণীতে
14736. ম্যান্ডেলিফ কত সালে পর্যায় সারণি উদ্ভাবন করেন?
- ১৮৬৪ সালে
- ১৮৬৯ সালে
- ১৮৭৯ সালে
- ১৮৯০ সালে
14737. সর্বমোট আবিষ্কৃত মৌলের মধ্যে IUPAC স্বীকৃত মৌল কতটি?
- ৮৪টি
- ৯০টি
- ১০৯টি
- ১১৪টি
14738. পর্যায় সারণির প্রয়োগ রয়েছে-
- পামাণবিক ভর সংশোধনে
- শিল্পজাত দ্রব্য উৎপাদনে
- রসায়ন পাঠ সহজীকরণে
A,B,C
14739. কোন মৌলটি তিনটি ইলেকট্রন ধনাত্বক আয়ন গঠন করে?
- Na
- Be
- Cu
- Al
14740. কোন পর্যায় সর্বডান থেকে সর্ববামে গেলে মৌলসমূহের গলনাংক ও স্ফুটনাংকের কী ধরনের পরিবর্তন হয়?
- প্রথমে বৃদ্ধি পেলেও পরে হ্রাস পায়
- প্রথমে হ্রাস পেলেও পরে বৃদ্ধি পায়
- হ্রাসই পেতে থাকে
- অপরিবর্তনীয় থাকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-4 - এসএসসি-রসায়ন-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1474"