এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1468
14671. Ne এর পারমাণবিক সংখ্যা কত?
- g
- 10
- 18
- 20
14672. কোনটি মৌলিক কণিকা নয়?
- নিউট্রন
- প্রোটন
- হাইড্রোজেন অণু
- ইলেক্ট্রন
14673. সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 বলতে কী বোঝায়?
- এর পরমানুতে 1 টি ইলেকট্রন আছে
- এর নিউক্লিয়াসে 11 টি প্রোটন আছে
- এর পরমাণুতে 11 টি নিউট্রন আছে
- এর পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা 11
14674. প্রকৃতিতে পাওয়া যায় এমন আইসোটোপ হচ্ছে-
- 14C
- 130Te
- 120N
A,B
14675. ভারী পানি এবং পানিতে বিদ্যমান হাইড্রোজেন আইসোটোপের পারমাণবিক সংখ্যার অনুপাত কত?
- 0.0430555555555556
- 0.0840277777777778
- 0.0423611111111111
- 0.0854166666666667
14676. রাদারফোর্ড কোন পরীক্ষার দ্বারা পরমাণুর মডেল সম্পর্কে ধারণা পান?
- y কণা
- B কণা
- a কণা
- x কণা
14677. ডাল্টনের পরমাণুবাদ-
- আধুনিক রসায়নের ভিত্তি
- অনুসারে পরমাণুসমূহ বিভাজ্য নয়
- অনুসারে সূক্ষ্মকণা দ্বারা গঠিত পরমাণু মৌলিক কণিকা বলে
A,B
14678. N শেলের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি?
- 32
- 18
- 8
- 2
14679. Fe2+ আয়নের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
- 26টি প্রোটন ও 28টি ইলেকট্রন
- 28টি প্রোটন ও 26টি ইলেকট্রন
- 26টি প্রোটন ও 24টি ইলেকট্রন
- 24টি প্রোটন ও 26টি ইলেকট্রন
14680. পারমাণবিক সংখ্যা-
- প্রোটন সংখ্যা সমান
- Z দ্বারা প্রকাশ করা হয়
- হচ্ছে মৌলের মৌলিক ধর্ম
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-3 - এসএসসি-রসায়ন-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1468"