এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1423
14221. কোনটি মোম তৈরিতে ব্যবহৃত হয়?
- অ্যালুমিনিয়াম
- কার্বন
- অক্সিজেন
- সিলিকন
14222. জিওলাইটস একটি –
- সরল যৌগ
- যৌগিক যৌগ
- জটিল যৌগ
- কোনটিই নয়
14223. সব জ্বালানির মূল উপাদান কী?
- C
- S
- O
- N
14224. চিনি থেকে প্রাপ্ত প্রধান উপজাত কোনটি?
- পানি
- কার্বন ডাই অক্সাইড
- চিটাগুড়
- কার্বন মনোক্সাইড
14225. কোনটি প্রাকৃতিক পলিমার?
- রাবার
- কলম
- পলিস্টার কাপড়
- পানির ট্যাংক
14226. প্রভাবকবিহীন উচ্চ তাপ ও চাপে হাইড্রোকার্বনের ভাঙনকে কী বলে?
- প্রভাবকীয় ভাঙন
- স্বাভাবিক বিযোজন
- তাপীয় সংযোজন
- তাপীয় বিযোজন
14227. H2C=CH2 যৌগটির দ্বি-বন্ধন –
- একটি শক্তিশালী সমযোজী বন্ধন
- ক্লোরিন দ্বারা সহজে আক্রান্ত হয়
- যুত বিক্রিয়ার মাধ্যমে একক বন্ধনে পরিণত হয়
A,C
14228. কোনটি থার্মোপ্লাস্টিক পলিমার?
- বাকেলাইট
- ফাইবার গ্লাস
- কৃত্রিম রেজিন
- পলিপ্রোপিলিন
14229. Affinis মানে কী?
- স্বল্প
- আসক্তি
- স্বল্প আসক্তির যৌগ
- বিকর্ষণ
14230. পরীক্ষাগার প্রণালিতে মিথেন প্রস্তুত করতে প্রয়োজন হয় –
- সোডিয়াম অ্যাসিটেট
- সোডালাইম
- সোডিয়াম প্রোপিনয়েট
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1423"