এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1420
14191. কোনটিতে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান?
- মার্জারিন
- উদ্ভিজ্য তেল
- C10H20
- C5H10
14192. এক অণু ইথাইনের সাথে কয় মোল ব্রোমিন যুক্ত হতে পারে?
- 2 mole
- 3 mole
- 4 mole
- 5 mole
14193. নিচের কোনটিতে ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়?
- CH4
- C2H6
- C2H2
- C3H6
14194. পেট্রোলিয়ামের ভৌত অবস্থা কীরূপ?
- কঠিন
- ঘনতরল
- গ্যাস
- কোনটিই নয়
14195. নিচের কোনটি ঋণাত্মক আধানবিশিষ্ট?
- অ্যালুমিনা
- বালু
- নিকেল
- জিওলাইট
14196. পলিমারকরণ বিক্রিয়ায় সৃষ্ট বৃহৎ অণুকে কী বলে?
- পলিমার
- মনোমার
- ডাইমার
- কোনটিই নয়
14197. কোনটি ঘুমের ঔষুধ?
- অ্যাসিটালডিহাইড
- প্যারালডিহাইড
- মিথান্যাল
- মিথানল
14198. ঘনীভবন পলিমারকরণে কোনটি অপসারিত হয়?
- CO2
- H2O
- O2
- CO
14199. জলাভূমির ক্ষুদ্র প্রাণিসত্তা নিচের কোনটিতে পরিণত হয়?
- কয়লা
- তেল
- স্বর্ণ
- হীরক
14200. অশোধিত তেলের প্রায় শতকরা কত ভাগ কেরোসিন?
- 10
- 11
- 12
- 13
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1420"