এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1418
14171. খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- জৈব এসিড
- অ্যালকোহল
- অ্যালডিহাইড
- অজৈব এসিড
14172. দধিতে কোন এসিড পাওয়া যায়?
- ল্যাকটিক এসিড
- সাইট্রিক এসিড
- ফরমিক এসিড
- পমিটিক এসিড
14173. নিচের উক্তিগুলো লক্ষ কর –
- গ্লুকোজ
- সেলুলোজ
- স্টার্চের মনোমারদেহের কোষ ও কলা গঠন করে প্রোটিন
- ইনসুলিনে ২২টি অ্যামাইনো এসিড থাকে
A,B,C
14174. পেট্রোলিয়ামের কোন অংশ জেট বিমানের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
- লুব্রিকেটিং তেল
- ডিজেল তেল
- ন্যাপথা
- কেরোসিন
14175. ইথানলের 96% জলীয় দ্রবণকে কী বলে?
- মেথিলেটেড স্পিরিট
- রেক্টিফাইড স্পিরিট
- অ্যাবসুলিউট অ্যালকোহল
- ইথানল
14176. অ্যালকেনের প্রভাবকীয় বিযোজনে নিচের কোনটি প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় না?
- জিওলাইটস
- Al2O3
- SiO2
- নিকেল চূর্ণ
14177. অ্যালকোহল বাতাসে উন্মুক্ত রাখলে টক স্বাদ লাভ করে কোনটির কারণে?
- ব্যাকটেরিয়া
- জারণ
- ভাইরাস
- আর্দ্র বিশ্লেষণ
14178. কোনটি পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য তাৎপর্যপূর্ণ?
- ক্লোরিন প্রতিস্থাপন
- দহন
- তাপীয় বিয়োজন
- জারকের সাথে বিক্রিয়া
14179. ইতোপূর্বে কোথায় তেল আবিষ্কারের ঘোষণা দিলেও কার্যত তা ছিল একটি গ্যাসক্ষেত্র?
- কৈলাশটিলা
- হরিপুর
- জৈন্তা
- ক ও গ
14180. কোনটি দহন?
- নাইট্রোজেন দ্বারা পুড়ানো
- কার্বন মনোঅক্সাইড দ্বারা পুড়ানো
- অক্সিজেন দ্বারা পুড়ানো
- কোনটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-11 - এসএসসি-রসায়ন-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1418"