এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1412
এসএসসি রসায়ন | 14111. স্তরে স্তরে তলানি জমে কোন শিলা গঠিত হয়?
- আগ্নেয় শিলা
- পাললিক শিলা
- কঠিন শিলা
- রূপান্তরিত শিলা
14112. স্বর্ণ কোন ধরনের খনিজ?
- যৌগিক খনিজ
- মৌলিক খনিজ
- তরল খনিজ
- মিশ্র খনিজ
14113. চায়না ক্লে কী?
- নূড়ি পাথর
- সিমেন্ট
- মাটি
- পানি
14114. ভূত্বকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়ামের শতকরা হার –
- 3%4%
- 0.03
- 3%2%
- 2%3%
14115. অভিকর্ষ বলের সহায়তায় পৃথক করা হয় নিচের কোনটি?
- ধাতুর আকরিক
- বালি
- চুনাপাথর
- সবগুলো
14116. লোহার উপর গ্যালভানাইজিং করা হয়, কারণ –
- এতে মরিচা রোধ হয়
- এতে ধাতুর ক্ষয় রোধ হয়
- এতে ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়
A,B
14117. ধাতুর সক্রিয়তা সিরিজে অ্যালুমিনিয়াম ধাতুর উপরে অবস্থিত বিগলিত ‘M’ ধাতুর ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে –
- অ্যানোডে ‘M’ ধাতু জমা হয়
- ক্যাথোডে ‘M’ ধাতু জমা হয়
- অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়
B,C
14118. মরিচা পড়ার জন্য প্রয়োজন –
- লোহার অক্সাইড
- পানি
- অক্সিজেন
B,C
14119. মার্কারীর আকরিক নিচের কোনটি?
- চুনাপাথর
- চেলকোসাইট
- ক্যালামাইন
- সিন্নাবার
14120. নিচের কোনটি মৌলিক এবং কঠিন খনিজ?
- গন্ধক
- পারদ
- বক্সাইট
- ম্যাগনেটাইট
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি রসায়ন মডেল টেস্ট অনুশীলন - 1412"