এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-1 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1397
13961. কম্পিউটার ও ইলেকট্রনীয় সামগ্রীর কাঠামো প্রস্তুতকরণ ব্যবহৃত হয় প্রধানত কোনটি?
- পরিমার বস্তু
- তামা
- স্টেইনলেস স্টিল
- সিলিকন
13962. টেক্সটাইল-ফেব্রিকস শিল্পে বিভিন্ন উপাদানের সমন্বয়ে পোশাক তৈরি করা করা হয়।
- কৃত্রিম তন্তু
- প্রাকৃতিক তন্তু
- ধাতব তন্তু
- লঞ্জক পদার্থ
13963. কোন রাসায়নিক পদার্থ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী?
- কার্বন মনোক্সাইড
- কার্বন ডাই অক্সাইড
- কার্বন কণা
- অ্যারোসল
13964. মাছ কোন জাতীয় খাদ্য?
- স্নেহ
- শ্বেতসার
- আমিষ
- লবণ
13965. কোনটি রাসায়নি পরিবর্তন?
- পানি বাষ্পে পরিণত হওয়া
- কাঁচের গ্লাস ভেঙে টুকরো হওয়া
- লোহায় মরিচা ধরা
- চিনির দানাকে গুঁড়া করা
13966. প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমগ্র জীবকূলের খাদ্যের যোগানদাতা কে?
- প্রাণী
- উদ্ভিদ
- জুপ্লাঙ্কটন
- চন্দ্র
13967. রাসায়নিক সারের প্রধান কাজ কী?
- উদ্ভিদ দেহের পুষ্টি সাধন
- জমির উর্বরতা বৃদ্ধি
- উদ্ভিদ দেহে শক্তির উৎস সৃষ্টি
- উদ্ভিদের রোগজীবাণু বিনষ্টকরণ
13968. অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ‘X’ ধাপের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
- সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সমস্যা চিহ্নিতকরণ
- গবেষণার ফলাফল যেন মানবকল্যাণে কাজে লাগে
- গবেষণার ফলাফল যেন কোনো মৌলিক বিষয়ে নতুন ব্যাখ্যা দিতে পারে
A,B,C
13969. জীবের দেহ গঠনের প্রধান জটিল অনু কোনটি?
- চর্বি
- সেলুলোজ
- প্রোটিন
- শ্বেতসার
13970. পৃথিবীতে খনিজ জ্বালানির উপর গবেষণা প্রয়োজন, কারণ-
- দিন দিন খনিজ জ্বালানির মজুদ কমে যাচ্ছে
- বিকল্প জ্বালানির ব্যবস্থা করা জরুরি
- বিকল্প জ্বালানির মজুদ আছে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-1 - এসএসসি-রসায়ন-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1397"