বিপণন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1386
13851. প্রমিতকরণের মাধ্যমে পণ্যের-
- বিপণন প্রক্রিয়া সহজ হয়
- বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়
- ভোক্তারা আকৃষ্ট হয়
A,B
13852. বিপণন প্রধানত কয়টি উপযোগ সৃষ্টি করে?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৭টি
13853. পণ্য পর্যায়িতকরণ করা হয় কেন?
- উৎপাদনের সুবিধার জন্য
- বিজ্ঞাপনের সুবিধার জন্য
- বিক্রয়ের সুবিধার জন্য
- গুদামজাতকরণের জন্য
13854. চীনের তৈরি ইলেকট্রনিক্স সামগ্রী আমরা কিসের ফলে ব্যবহার করতে পারি?
- বিজ্ঞাপনের
- পর্যায়িতকরণের
- পরিবহনের
- রপ্তানিকরণের
13855. প্রকৃত অর্থে বিপণনের ধারণা কীরুপ?
- ব্যাপক
- সংকীর্ণ
- প্রসারমান
- বিস্তৃত
13856. পণ্যকে পর্যায়িত করা হয় কেন?
- উৎপাদনের সুবিধার জন্য
- বিপণনের সুবিধার জন্য
- বিজ্ঞাপনের সুবিধার জন্য
- ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য
13857. ক্রেতা আকর্ষণ করার দক্ষতাকে কী বলে?
- ব্যক্তিক বিক্রয়
- বিক্রয়িকতা
- বিক্রয় প্রসার
- সাংগঠনিক ক্ষমতা
13858. কোন প্রকার পণ্যের ক্রেতা সংখ্যা সব চাইতে কম?
- বাণিজ্যিক পণ্য
- শিল্প পণ্য
- ভোগ পণ্য
- সুবিধাজনক পণ্য
13859. বিজ্ঞাপনের উদ্দেশ্যে হলো-
- পণ্যের প্রচার বাড়ানো
- উৎপাদকের আচরণ পরিবর্তন করা
- পণ্য সম্পর্কে অবহিত করা
A,C
13860. নষ্ট বা ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্যে পণ্য কী করা হয়?
- মোড়কিকরণ
- গুদামজাতকরণ
- প্রমিতকরণ
- পর্যায়িতকরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "বিপণন- এসএসসি-ব্যবসায় উদ্যোগ-9"