ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1375
13741. ব্যবস্থাপনার কার্য প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?
- সিদ্ধান্ত গ্রহণ
- পরিকল্পনা
- নির্দেশনা
B,C
13742. কোন প্রকার নেতৃত্বে অধীনস্থরা অবাধ স্বাধীনতা ভোগ করে?
- মুক্ত
- স্বৈরতান্ত্রিক
- গণতান্ত্রিক
- আমলাতান্ত্রিক
13743. নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার কারণে কিসের গতি বৃদ্ধি পায়?
- কাজের
- পরিকল্পনার
- পূর্বানুমানের
- নির্দেশনার
13744. গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে?
- ছোট আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
- মাঝারি আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
- বৃহৎ আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
- খুব বৃহৎ আকারের ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য
13745. ব্যবসায়-প্রতিষ্ঠানের মানবীয় ও অমানবীয় উপাদানগুলোকে একত্রিতকরণকে কী বলে?
- পরিকল্পনা
- সংগঠিতকরণ
- কর্মীসংস্থান
- নির্দেশনা দান
13746. প্রতিষ্ঠানের সকলকে একত্রিত করা হয় কীসের মাধ্যমে?
- প্রেষণা দানের মাধ্যমে
- নির্দেশনা দানের মাধ্যমে
- সংগঠিতকরণের মাধ্যমে
- সমন্বয় সাধনের মাধ্যমে
13747. কর্মীদের নির্দেশনা দানের পূর্বেই জনাব স্বপন কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেছেন। এটি কীরূপ নেতৃত্ব?
- গণতান্ত্রিক
- স্বৈরতান্ত্রিক
- লাগামহীন
- নেতিবাচক
13748. ব্যবস্থাপনার অন্যান্য ভিত্তি কোনটি?
- সংগঠন
- নেতৃত্ব
- নিয়ন্ত্রণ
- পরিকল্পনা
13749. মি. সোহাগের কাজ এখন উদ্দীপকের প্রক্রিয়ার কোন স্তরে রয়েছে?
- কর্মী সংগ্রহ
- কর্মী নির্বাচন
- নিয়োগ
- উন্নয়ন
13750. সাধারণত সমবায় ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
- স্বল্পমেয়াদী
- মধ্যমেয়াদী
- দীর্ঘমেয়াদী
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1375"