ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1374
13731. নেতার সাংঠনিক ক্ষমতা কোনটি?
- ক্ষমতা প্রদর্শন
- ব্যক্তিগত ক্ষমতা
- বিশেষায়িত ক্ষমতা
- অর্জিত ক্ষমতা
13732. কোনটি নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত?
- সমন্বয়
- তত্ত্বাবধান
- কর্মীসংস্থান
- নিয়ন্ত্রণ
13733. যে নেতৃত্বে কর্মীদের প্রশ্ন করার সুযোগ থাকে সে নেতৃত্বকে কী বলে?
- গণতান্ত্রিক নেতৃত্ব
- আমলাতান্ত্রিক নেতৃত্ব
- মুক্ত নেতৃত্ব
- স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
13734. প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উত্তম হাতিয়ার কোনটি?
- পরিকল্পনা
- প্রেষণা
- সমন্বয়
- পূর্বানুমান
13735. কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?
- পরিকল্পনা
- ব্যবস্থাপনা
- নির্দেশনা
- নেতৃত্ব দান
13736. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
- স্যামুয়েল মোর্স
- হেনরি ফেওয়েল
- রবার্ট জনসন
- আই. এম. পান্ডে
13737. ব্যবস্থাপনা বলতে কোনটিকে বোঝায়?
- নিজের কাজ নিজে করা
- অন্যকে কাজ করতে সহায়তা করা
- অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া
- অন্যের নির্দেশে কাজ করা
13738. নিয়ন্ত্রণের ভিত্তি কী?
- নির্দেশনা
- পরিকল্পনা
- সমন্বয়
- পরিকল্পনা
13739. নেতৃত্ব কত প্রকার?
- তিন
- চার
- পাঁচ
- ছয়
13740. সংগঠন ব্যবস্থাপনার-
- ১ম ধাপ
- ২য় ধাপ
- ৩ ধাপ
- ৪র্থ ধাপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা -এসএসসি-ব্যবসায় উদ্যোগ-8"