ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1373
13721. কর্মীসংস্থান বলতে বোঝায়?
- কর্মী সংগ্রহ করা
- কর্মী নির্বাচন করা
- কর্মী নিয়োগ করা
- সবগুলো
13722. ব্যবস্থাপনা হলো-
- ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার কৌশল
- উৎপাদনকারীর কাছ থেকে ক্রেতার নিকট পণইয় পৌছে দেয়া
- কৌশলে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া
- বাজারে চাহিদা যাচাইয়ের জন্যে পদক্ষেপ গ্রহণ
13723. ব্যবস্থাপনার ধাপ হলো-
- সংগঠিতকরণ
- কর্মীসংস্থান
- নির্দেশনা
A,B,C
13724. অন্য লোকদের সামর্থকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশলকে কী বলা হয়?
- ব্যবস্থাপনা
- পরিকল্পনা
- সংগঠন
- নিয়ন্ত্রণ
13725. ব্যবস্থাপনার প্রক্রিয়ার নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কোনটি?
- সমন্বয়
- প্রেষণা
- পরিকল্পনা
- কর্মীসংস্থান
13726. কর্মী বাহিনীকে কী সম্পদ বিবেচনা করা হয়?
- রাজনৈতিক
- মানবিক
- অমানবিক
- রাষ্ট্রীয়
13727. যে বিশেষ কৌশলে একজন একজন নেতা একদল কর্মীকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পথে পরিচালিত ও প্রভাবিত করে তাকে কী বলে?
- নেতৃত্ব
- প্রেষণা
- নির্দেশনা
- সংগঠন
13728. ব্যবস্থাপনাকে বলা হয়-
- ধারাবাহিক প্রক্রিয়া
- দলগত প্রক্রিয়া
- চলমান প্রক্রিয়া
A,B,C
13729. কীসের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করা হয়?
- উৎপাদন
- পরিকল্পনা বাস্তবায়ন
- উৎপাদিত পণ্য বিক্রয়
- বাজার তথ্য সংগ্রহকরণ
13730. নেতৃত্ব কত প্রকার ও কী কী?
- 2
- 3
- 4
- 5
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1373"