ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1363
13621. নিয়ন সাহেব পণ্যের বাজার প্রবেশের কৌশল নির্ধারণ করতে চান। এজন্য তার বাজার জরিপের কেমন বিবরণ প্রয়োজন হবে?
- সংক্ষিপ্ত
- আংশিক
- বিস্তারিত
- পূর্ণাঙ্গ
13622. সাংস্কৃতিক পরিবেশের প্রভাবক হলো-
- শিক্ষার হার
- কারিগরি শিক্ষার হার
- জনসংখ্যা
A,B
13623. সাইফুল ইসলামের সম আয়-ব্যয় বিন্দু জানা থাকলে-
- মুনাফার বৃদ্ধি কার্যক্রম গ্রহণ করতে সহজ হবে
- বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে সহজ হবে
- পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে সহজ হবে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিকল্পনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ"