ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1351
13501. মুনাফা অর্জনের সম্ভাবনায় কয়টি লক্ষ্য অন্তর্ভূক্ত?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
13502. বাজার জড়িপের উদ্দেশ্য কোনটি?
- পণ্য নির্ধারণ
- পণ্যের চাহিদা যাচাই
- গুদামজাতকরণ সিদ্ধান্ত গ্রহণ
- প্রযুক্তি নির্ধারণ
13503. প্রকল্প পরিকল্পনা প্রতিবেদনে থাকতে হবে-
- কাঁচামালের ধরন
- কাঁচামালের সহজলভ্যতা
- কাঁচামালের পরিমাণ
A,B,C
13504. রনজু দুইটি ব্যবসায়ের মধ্য থেকে অধিকতর লাভজনকটিকে গ্রহণ করতে চান। এজন্য তাকে সহায়তা করবে কোনটি?
- পরিকল্পনা
- সংগঠন
- নির্দেশনা
- প্রেষণা
13505. আনুমানিক লাভ মাইক্রোস্ক্রিনিং-এর কোন উপাদান?
- আর্থিক দিক
- কারিগরি দিক
- বাণিজ্যিক দিক
- বাজারজাতকরণ
13506. ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষ্যবস্তু কয়টি?
- ৭টি
- ৮টি
- ৯টি
- ১০টি
13507. নতুন প্রকল্প ধারণার উৎস হল-
- নিজের কল্পনা
- বিভিন্ন সরকারি প্রকাশনা
- বিভিন্ন বেসরকারি প্রকাশনা
A,B,C
13508. পরিকল্পনার বিষয়বস্তু ভিন্ন হতে পারে-
- ব্যবসায়ের প্রকৃতির কারণে
- সাংগঠনিক ধরনের কারণে
- ব্যবসায়ের আকারের কারণে
A,B,C
13509. কোনটি ম্যাক্রোস্ক্রিনিং-এর উপাদান?
- বাজারজাতকরণ
- প্রকল্প নির্বাচন
- পণ্য চিহ্নিতকরণ
- অর্থনৈতিক পরিবেশ
13510. এম. সায়েম তার রেস্টুরেন্টে ‘বাংলা’ (Bangla) একটি খাবার আইটেম পরিবেশন করে থাকেন। তার এ খাবারের প্রতি একক প্রস্তুতের জন্য প্রয়োজন হয় ৩০ টাকা এবং গ্রাহকের নিকট এর বিক্রয়মূল্য ৪০ টাকা। তার দোকান ভাড়া বাবদ ব্যয় হয় মাসে ৫,০০০ টাকা। তার একজন সহকারীও রয়েছে যার মাসিক বেতন ১,৫০০ টাকা। তিনি প্রতি মাসে ৫,০০০ টাকা মুনাফা অর্জন করতে চান।নিচের কোনটি স্থায়ী ব্যয়?
- দোকান ভাড়া
- উৎপাদন খরচ
- ক্রয় খরচ
- বিক্রয় খরচ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিকল্পনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1351"