মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1321
13201. নামমাত্র অংশীদার কোন ব্যক্তি?
- যে ব্যবসায় নাম মাত্র মূলধন বিনিয়োগ করে
- যে ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করে কিন্তু বিনিয়োগ করে না
- যে অংশীদার ফার্মে ব্যক্তির নামের সুনাম ব্যভার করতে দেয়
- যে পূর্বে ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন
13202. প্রাইভেট লিমিটেড কোম্পানিকে সংগ্রহ করতে হয়-
- প্রত্যয়নপত্র
- অনুমতিপত্র
- আবেদনপত্র
- ট্রেড লািইসেন্স
13203. একাধিক ব্যক্তি মিলে নিজেদের পুঁজি ও সামর্থ্য বিনিয়োগ কjরে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে কী বলে?
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- সমবায় ব্যবসায়
- যৌথমূলধনী ব্যবসায়
13204. একটি টেক্সটাইল মিলের অংশীদার প্রিয়তা। সড়ক দুর্ঘটনায় প্রিয়তা পঙ্গু হয়ে যায় ফলে চিরতরে প্রতিষ্ঠানে কর্তব্য পালনে অসমর্থ হয়। প্রতিষ্ঠানটির বিলোপসাধন হবে কীভাবে?
- বাধ্যতামূলক বিলোপসাধন
- বিজ্ঞপ্তির দ্বারা বিলোপসাধন
- আদলতের মাধ্যমে বিলোপসাধন
- সকল অংশীদারের সম্মতিক্রমে
13205. ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে কত টাকার পরিশোধিত শেয়ার মূলধন থাকতে হয়?
- এক লক্ষ টাকা
- দশ লক্ষ টাকা
- পঞ্চাশ লক্ষ টাকা
- এক কোটি টাকা
13206. ইতি জুয়েলার্স একটি অংশীদারি ফার্ম। ফার্মটি নিবন্ধন করা হয়নি। ফলে অংশীদাররা সুবিধা হতে বঞ্চিত হবেন-
- পাওনা আদায়ে বাধা
- তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা
- অপ্র অংশীদারদের বিরুদ্ধে মামলা
A,B,C
13207. আন্দুলিয়া গ্রামের নিম্নবিত্তরা নিজেদের ভাগ্যোন্নয়নের স্বার্থে একটি সংগঠন গড়তে চায়। এক্ষেত্রে সংগঠনটির প্রকৃতি হবে কোনটি?
- একমালিকানা
- অংশীদারি
- কোম্পানি
- সমবায়
13208. যোগাযোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান কোনটি?
- বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
- বাংলাদেশ রেলওয়ে
- বাংলাদেশ অভ্যন্তরীণ জল পরিবহন সংস্থা
A,B,C
13209. কোনো সদস্য সমবায় সমিতির মোট শেয়ারের কত অংশের বেশি ক্রয় করতে পারবে না?
- এক তৃতীয়াংশ
- এক পঞ্চমাংশ
- এক দশমাংশ
- এক চতুর্থাংশ
13210. বাংলাদেশে কত প্রকারের সমবায় সমিতি আছে?
- ১০ প্রকার
- ২০ প্রকার
- ৩০ প্রকার
- ৪০ প্রকার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মালিকানার-ভিত্তিতে-ব্যবসায় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1321"