সফল-উদ্যোক্তাদের-জীবনী-থেকে-শিক্ষনীয় – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1285
12841. মিডিয়াতে অবদান রয়েছে কোন গ্রুপটির?
- নাভান গ্রুপ
- থ্রি-স্টার গ্রুপ
- স্কয়ার গ্রুপ
- বিডি গ্রুপ
12842. যেকোনো পণ্য বা সেবাই মানুষের আস্থা অর্জন করতে পারে। যদি-
- প্রতিটি স্তরে সর্বোচ্চ মূল্যবোধ বিদ্যমান থাকে
- নৈতিকতার চর্চা করা হয়
- মুনাফার্জন থেকে বিরত থাকা
A,B
12843. শীতবস্ত্র ব্যবসায়ী রফিকুল প্রতিবছর শীতের সময় গরীব ও বস্তিবাসীদের শীতবস্ত্র দান করেন। কোন দায়বদ্ধতা থেকে রফিকুল শীতবস্ত্র দান করেন?
- সামাজিক
- রাষ্ট্রীয়
- ব্যক্তিগত
- পারিবারিক
12844. জহুরুল ইসলাম তার ক্রয়কৃত জমি কাজে লাগান-
- শিল্প স্থাপনে
- আবাসিক গৃহনির্মাণে
- দাতব্য প্রতিষ্ঠানের জন্যে
A,B
12845. CIP কী?
- Consumer Initial Product
- Commercially Important Person
- Country Important Person
- Commercially Important Product
12846. জহুরুল ইসলাম দুই বছরই দ্বিতীয় ও প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে পরিণত হওয়ার কারণ-
- সততা
- গুণগত মান
- আন্তরিকতা
A,B
12847. উদ্যোক্তার গুণাবলি হিসেবে আবুল কালাম আজাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-
- কঠোর পরিশ্রম
- সাফল্য লাভের তীব্র আকাঙ্খা
- সব কাজকে সম্মান করা
A,B,C
12848. জহুরুল ইসলামকে বিখ্যাত করেছে তার-
- সততা
- পরিশ্রম
- সাফল্য অর্জনের আকাঙ্খা
A,B
12849. উন্নত বিশ্বের অগ্রগতির প্রধান কারণ কোনটি?
- ব্যবসায় প্রতিষ্ঠার অনুকূল পরিবেশ
- ব্যবসায় পরিচালনার অনুকূল পরিবেশ
- ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সফল-উদ্যোক্তাদের-জীবনী-থেকে-শিক্ষনীয় - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1285"