উন্নয়নে-সহায়ক-সেবা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1266
12651. এনজিও-এর অর্থ কী?
- সরকারি সংস্থা
- বেসরকারি সংস্থা
- বিদেশি সংস্থা
- দেশি সংস্থা
12652. প্রশিকা উদ্যোক্তাদের প্রদান করে-
- ঋণ
- প্রশিক্ষণ
- সার্টিফিকেট
A,B
12653. উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত হলো-
- পরামর্শ দান
- তথ্য সরবরাহ
- প্রশিক্ষণ
A,B,C
12654. ব্র্যাকের সকল কার্যক্রম কোন লক্ষ্য পরিচালিত হচ্ছে-
- শিল্প প্রতিষ্ঠায়
- উদ্যোক্তা উন্নয়নে
- ত্রান বিতরণে
- পুনর্বাসনে
12655. সমর্থনমূলক সহায়তা কোনটি?
- পরামর্শ দান
- তথ্য সরবরাহ
- পুঁজির সংস্থান
- ব্যবসায়ন আধুনিকায়ন
12656. যুব উন্নয়ন অধিদপ্তর যুবকদের প্রশিক্ষণ দিয়ে থাকে-
- ক্ষুদ্র ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে
- অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে
- সেলাই ও এমব্রয়ডারির ক্ষেত্রে
A,B,C
12657. বেসিক ব্যাংক কখন থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে?
- ১৯৮৮ সালের ৩১ জানুয়ারি
- ১৯৮৯ সালের ৩১ জানুয়ারি
- ১৯৯১ সালের ৩১ জানুয়ারি
- ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি
12658. ব্যবসায়ের ধরন অনুযায়ী এসএমই খাতে সর্বনিম্ন ঋণসীমা কত?
- ১০ হাজার
- ৫০ হাজার
- ১ লক্ষ
- ৫ লক্ষ
12659. বিডিপিএল সৃষ্টির মূল লক্ষ্য কোনটি?
- দ্রুত শিল্পায়ন
- কৃষিজ উন্নয়ন
- নগরায়ন
- কর্মসংস্থান সৃষ্টি
12660. মাইডাস সহায়তা প্রদান করে-
- ক্ষুদ্র উদ্যোক্তাদের
- মাঝারি উদ্যোক্তাদের
- বৃহদায়তন ব্যবসায়ে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নয়নে-সহায়ক-সেবা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1266"