এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1239
12381. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কোন বিরতি চিহ্ন বসবে?
- হাইফেন
- কমা
- ড্যাস
- সেমিকোলন
12382. উদ্ধরণ চিহ্ন ( ) – এর পর কতক্ষণ থামতে হয়?
- এক বলার দ্বিগুণ সময়
- এক উচ্চারণে যে সময় লাগে
- এক সেকেন্ড
- থামার প্রয়োজন নেই
12383. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
- কমা
- হাইফেন/ইলেক
- উদ্ধরণ চিহ্ন
- কোলন
12384. কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়?
- কমা
- সেমিকোলন
- দাঁড়ি
- উদ্ধরণ চিহ্ন
12385. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
- হাইফেন
- কমা
- দাঁড়ি
- লোপ চিহ্ন
12386. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
- সেমিকোলন
- কোলন
- ড্যাশ
- হাইফেন
12387. বাংলা ভাষায় যদি চিহ্নের প্রচলন করেন কে?
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- রবীন্দ্রনাথ ঠাকুর
- প্যারীচাঁদ মিত্র
12388. বাংলা দ্বিতীয় বোর্ড ব্যাকরণ বইয়ে কয়টি ব্যাকরণিক চিহ্নের উল্লেখ রয়েছে?
- ৩টি
- ৪টি
- ১১টি
- ১২টি
12389. বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
- কমা
- কোলন
- সেমিকোলন
- দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
12390. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
- বাক্য সংকোচনের জন্যে
- বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
- বাক্যের সৌন্দর্যের জন্যে
- বাক্যকে অলংকৃত করার জন্যে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
এসএসসি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1204
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1239"