এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1223
এসএসসি-বাংলা-2-কুইজ | 12221. এ কাজের ফল হাতে হাতে পাবে। – এখানে হাত কোন অর্থ প্রকাশ করেছে?
- বিলম্বে
- কাগজে কলমে
- অবিলম্বে
- হাতের দ্বারা
12222. আগুন শব্দের সমার্থক শব্দ কোনটি?
- হুতাশন
- তপন
- অম্বর
- পবন
12223. শব্দের ব্যবহার দুরকম; কী কী?
- উদ্দেশ্য ও বিধেয়
- উৎকর্ষ ও অপকর্ষ
- বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
- অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
12224. শ্রমবিমুখ অর্থে বাগধারা কোনটি?
- ননীর পুতুল
- আলালের ঘরে দুলাল
- গোঁফ খেঁজুরে
- কাঠের পুতুল
12225. কাছা ঢিলা – এর অর্থ কী?
- অলস
- অসাবধান
- মিতব্যয়ী
- বেহিসেবী
12226. প্রবল – এর বিপরীত শব্দ কোনটি?
- সবল
- নির্বল
- দুর্বল
- অচল
12227. কাঁচা শব্দটি কোনটিতে গুরুত্বহীন কথা অর্থে ব্যবহৃত হয়েছে?
- কাঁচা কথা
- কাঁচা বয়স
- কাঁচা সোনা
- কাঁচা ইট
12228. ভাববিশেষের ঐতিহ্য কী?
- শব্দ
- বাক্য
- মৌলিক শব্দ
- বাগধারা
12229. সর্বনাশ বুঝাতে কোন বাগধারাটি প্রয়োজন?
- পুকুরচুরি
- বালির বাঁধ
- ভরাডুবি
- মগের মুল্লুক
12230. চোখের বালি এর সমার্থক শব্দ কোনটি?
- অসুখ
- চোখের কাজল
- শত্রু
- বন্ধু
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-কুইজ- 1223"