এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1214
12131. যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না – তাকে এককথায় কী বলে?
- উরগ
- ক্ষণপ্রভা
- অনুসূয়া
- অনুচ্চার্য
12132. বাক্যের মৌলিক উপাদান কী?
- যোগ্যতা
- আসত্তি
- আকাঙ্ক্ষা
- শব্দ
12133. পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে কী বলে?
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- মিশ্র বাক্য
- প্রধান খন্ড বাক্য
12134. হনন করার ইচ্ছা কে – এককথায় কী বলে?
- জিঘাংসা
- জিগীষা
- দিদৃক্ষা
- জুগুন্সা
12135. জড় শব্দের বিপরীতার্থক শব্দ –
- চেতন
- জাগ্রত
- জঙ্গম
- ঘুমন্ত
12136. কোকিল – এর সমার্থক প্রতিশব্দ কোনটি?
- কেশ
- অহি
- পিক
- রবি
12137. কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য?
- হাত করা
- হাত গুটান
- হাত থাকা
- হাত আসা
12138. ভুশন্ডির কাক বাগধারাটি কী অর্থে ব্যবহৃত?
- কপটচারী
- নিরেট মূর্খ
- নিষ্ক্রিয় দর্শক
- দীর্ঘজীবী
12139. খালি কলসি বাজে বেশি। – প্রবাদটির অর্থ কী?
- নির্গুণ ব্যক্তিরাই নিজেকে জাতির করে
- অসারের তর্জন গর্জন সার
- গুণহীন পুরুষের ভোজন সার
- ক্ষুদে ব্যক্তিদের বড়াই
12140. ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থের মিল রয়েছে কোনটির সাথে?
- ব্যাঙের আধুলি
- অমাবস্যার চাঁদ
- ঘোড়া রোগ
- কাঁঠালের আমসত্ত্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1214"