এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1209
12081. তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি পাকে নি – উদাহরণটি কোন বাক্যের?
- সরল বাক্য
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- সংযুক্ত বাক্য
12082. মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে – বাক্যটি কোন বাক্যের উদাহরণ?
- সরল বাক্য
- যৌগিক বাক্য
- জটিল বাক্য
- মিশ্র বাক্য
12083. যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে –
- জাতিস্মর
- ভুজঙ্গম
- লব্ধপ্রতিষ্ঠ
- প্রত্যুৎপন্নমতি
12084. যে শুনেই মনে রাখতে পারে – তাকে এককথায় কী বলে?
- মনোযোগী
- মেধাবী
- শ্রুতিধর
- স্মৃতিবান
12085. দীপ্তি পাচ্ছে এমন – এক কথায় কী?
- দেদীপ্যমান
- দীপ্তিময়
- দীপ্যমান
- দেদীপ্যমান
12086. সরল উদ্দেশ্য কাকে বলে?
- পদক্রম অনুসারী কর্তৃপদকে
- একবচন সংবলিত কর্তৃপদকে
- একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে
- সরল বাক্যে অবস্থিত কর্তৃপদকে
12087. বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কী?
- আসত্তি
- আকাঙ্ক্ষা
- পূর্ণতা
- যোগ্যতা
12088. বিদেশে থাকে যে – এর এককথায় প্রকাশ –
- বিদেশি
- স্বদেশি-বিদেশি
- প্রবাসী
- প্রোষিতভর্তৃকা
12089. যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় – বাক্যটি গঠন অনুসারে –
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- জটিল বাক্য
- আশ্রিত খন্ডবাক্য
12090. তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না – এটা কী বাক্য?
- মিশ্র বাক্য
- যৌগিক বাক্য
- সরল বাক্য
- সাধারণ বাক্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1209"