এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1185
11841. রোগ হলে ওষুধ খাবে – কোন কালের অনুজ্ঞা?
- শীতকাল
- বর্তমান কাল
- ভবিষ্যৎ কাল
- অতীত কাল
11842. পারলে একবার বেড়াতে এসো। – কোন কালে এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
- ভবিষ্যৎ কালের সম্ভাবনায়
- বর্তমান কালের উপদেশে
- বর্তমান কালের আদেশে
- ভবিষ্যৎ কালের অনুরোধে
11843. তোমার মঙ্গল হোক – বাক্যটির ক্রিয়া কোন ভাব প্রকাশক?
- নির্দেশক
- অনুজ্ঞাসূচক
- সাপেক্ষ
- আকাঙ্ক্ষা প্রকাশক
11844. আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে বলে –
- ক্রিয়ার কাল
- ক্রিয়ার ভাব
- অনুজ্ঞা
- ক্রিয়া বিভক্তি
11845. রোগ হলে ওষুধ খাবে – ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?
- বিধান
- আদেশ
- অনুরোধ
- অনুনয়
11846. কাজটি করে দাও না ভাই। – এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
- প্রার্থনা
- অনুরোধ
- বিরক্তি
- আদর
11847. অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি?
- চুপ কর
- মিথ্যা বলিবে না
- একটি গান শোনাও
- মন দিয়ে পড়
11848. কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই?
- বর্তমান
- অতীত
- ভবিষ্যৎ
- ঘটমান অতীত
11849. একটা গান শোনা – এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
- আদেশ
- উপদেশ
- অনুরোধ
- প্রার্থনা
11850. নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি?
- এন
- উন
- হ
- ও
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1185"