এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1155
11541. ‘তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’ – এখানে ‘তাই’ অব্যয়টি –
- সংযোজক অব্যয়
- বিয়োজক অব্যয়
- সমুচ্চয়ী
- সংকোচক অব্যয়
11542. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ – ‘নিশীথ’ কোন পদ?
- ক্রিয়া
- বিশেষ্য
- বিশেষণ
- ক্রিয়াবিশেষণ
11543. ‘নিশ্চয়ই যাব’ – বাক্যের ‘নিশ্চয়ই’ পদটি কোন শ্রেণির অব্যয়?
- সমুচ্চয়ী
- অনুসর্গ
- অনুকার
- অনন্বয়ী
11544. ‘পাথুরে মূর্তি’ এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
- উপাদানবাচক
- রূপবাচক
- অবস্থাবাচক
- গুণবাচক
11545. ‘পুরুষ’ ব্যাকরণের কিরূপ শব্দ?
- প্রাতিপাদিক শব্দ
- প্রতিশব্দ
- পারিভাষিক শব্দ
- দ্বিরুক্ত শব্দ
11546. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’- এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?
- অনুকার অব্যয়
- বিয়োজক অব্যয়
- সমুচ্চয়ী অব্যয়
- সংযোজক অব্যয়
11547. ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’ – এখানে অনন্বয়ী অব্যয়েকী ভাব প্রকাশ পেয়েছে?
- যন্ত্রণা
- উচ্ছ্বাস
- বিরক্তি
- সম্মতি
11548. ‘শনশন বায়ু বয়’ – এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি –
- অনুসর্গ অব্যয়
- অনন্বয়ী অব্যয়
- অনুকার অব্যয়
- সমুচ্চয়ী অব্যয়
11549. ‘সামান্য একটু দুধ দাও’ – এ বাক্যে ‘সামান্য’ কোন পদ?
- বিশেষ্য
- অব্যয়
- সর্বনাম
- বিশেষণ
11550. ‘সে’ এর বিভক্তিগ্রাহী রূপ কী?
- তিনি
- যিনি
- তা
- তো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1155"