এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1147
11461. জাত অর্থে আই প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে?
- মিঠাই
- পাবনাই
- মোগলাই
- নিমাই
11462. ধান > ধেনো কী অর্থ প্রত্যয় যুক্ত হয়েছে?
- উপজাত
- অভিজাত
- জাত
- অপজাত
11463. কোনটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ?
- পাঠক
- লাজুক
- বালক
- ডাকু
11464. বাইশা কী অর্থে তদ্ধিত প্রত্যয়?
- সমষ্টি
- তারিখ
- মালিক
- সাদৃশ্য
11465. কোনটিতে আদর অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
- ঢাক + আই = ঢাকাই
- কানু + আই = কানাই
- বাহাদুর + ই = বাহাদুরি
- লাজ + উক = লাজুক
11466. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?
- প্রত্যয়ান্ত শব্দ
- কৃদন্ত শব্দ
- তদ্ধিতান্ত শব্দ
- সাধিত শব্দ
11467. কুসুমিত এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
- কুসুম + ঈত
- কুসম + উত
- কুসুম + উত
- কুসুম + ইত
11468. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় –
- তদ্ধিত প্রত্যয়
- অন্ত প্রত্যয়
- কৃৎ প্রত্যয়
- আন প্রত্যয়
11469. কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে?
- বোনাই
- কেষ্টা
- নিমাই
- গিন্নিপনা
11470. কোন শব্দে বৃত্তি অর্থে ঈ প্রত্যয় যুক্ত হয়েছে?
- পোদ্দারী
- জমিদারী
- সরকারী
- রেশমী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1147"