এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1128
11271. ‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’ – ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
- বিদেশি
- খাঁটি বাংলা
- তৎসম
- আ উপসর্গ
11272. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
- তৎসম
- ইংরেজী
- ফারসি
- বাংলা
11273. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
- বাংলা
- সংস্কৃত
- দেশি
- বিদেশি
11274. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
- বাজে খরচ
- কারখানা/বদনাম
- আকন্ঠ
- অবগাহন
11275. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
- চোরটি বমাল ধরা পড়েছে
- অনুকরণ করো না
- সমাগত সুধী
- কুজনে কুবর করে
11276. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
- লাপাত্তা
- বকলম
- আমদরবার
- অবগাহন
11277. কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
- অ অজ অনা আ
- সু বি
11278. উপসর্গের কাজ কী?
- বর্ণ সংস্করণ
- নতুন শব্দ গঠন
- ভাবের পার্থক্য নিরূপণ
- যতি সংস্থাপন
11279. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
- অর্ধ-তৎসম
- বিদেশি
- সংস্কৃত
- খাঁটি বাংলা
11280. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
- আ সু অব আড়
- ফি নি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1128"