এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1117
11161. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
- হিন্দি
- তৎসম
- আরবি
- খাঁটি বাংলা
11162. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?
- মধ্যপদলোপী বহুব্রীহি
- সপ্তমী তৎপুরুষ
- চতুর্থী তৎপুরুষ
- উপমান কর্মধারয়
11163. সমাস সাধিত পদ কোনটি?
- চাষী
- বোনাই
- মানব
- দম্পতি
11164. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে?
- তৃতীয়া তৎপুরুষ
- পঞ্চমীতৎপুরুষ
- সমানাধিকরণ তৎপুরুষ
- ব্যাধিকরণ বহুব্রীহি
11165. ‘মেহেদীরাঙা’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
- রাঙা যে মেহেদী
- মেহেদী যে রাঙা
- মেহেদী ও রাঙা
- মেহেদী রূপ রাঙা
11166. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
- পরিভ্রমণ
- প্রভাব
- অতিমানব
- উদ্বেল
11167. দ্বন্ধ সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?
- কর্মধারয় সমাস
- বহুব্রীহি সমাস
- দ্বিগু সমাস
- তৎপুরুষ সমাস
11168. ‘মহানবি’ শব্দটি কোন সমাস?
- তৎপুরুষ
- অব্যয়ীভাব
- বহুব্রীহি
- কর্মধারয়
11169. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
- পলান্ন
- ঘনশ্যাম
- নরাধম
- খেচর
11170. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
- উপমান কর্মধারয়
- উপমিত কর্মধারয়
- রূপক কর্মধারয়
- মধ্যপদলোপী কর্মধারয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1117"