এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1108
এসএসসি-বাংলা-2 মডেল টেস্ট | 11071. কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
- পাল ও পুঞ্জ
- যূথ ও মালা
- পাল ও যূথ
- নিকর ও রাজি
11072. কোনটি একবচনের উদাহরণ?
- মানুষ মরণশীল
- শিক্ষক শিক্ষার্থী পড়াচ্ছেন
- লোকে বলে
- বনে বাঘ থাকে
11073. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহু বচন?
- লাল লাল ফুল
- বাজারে লোক জমেছে
- এটাই করিমদের বাড়ি
- পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
11074. নিচের কোন শব্দটির সাথে ‘মন্ডলী’ ব্যবহৃত হয়?
- পাখি
- বৃক্ষ
- শিক্ষক
- পর্বত
11075. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?
- জনগণ
- হস্তিদাম
- ডাকাতবৃন্দ
- কুসুমাবলি
11076. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
- এটাই করিমদের বাড়ি
- সিংহ বনে থাকে
- বড় বড় মাঠ
- পাখি সব করে রব
11077. কোনটি ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?
- কালভেদে
- পুরুষভেদে
- বচনভেদে
- বাচ্যভেদে
11078. ‘বৃন্দ’ – এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
- পক্ষী
- টাকা
- ছাত্র
- পর্বত
11079. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
- বাগানে ফুল ফুটেছে
- মানুষ মরণশীল
- আকাশে চাঁদ উঠেছে
- বনে বাঘ আছে
11080. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
- বহুবচন
- একবচন
- সন্ধি
- লিঙ্গ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2 মডেল টেস্ট- 1108"