এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1106
11051. কোনটি একবচন বোঝায়?
- লোকে বলে
- মাঠে মাঠে ধান
- শুনবে যদি গল্পটি
- পাখি সব করে রব
11052. কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?
- রাজি রাশি
- কূল বৃন্দ
- সব সমূহ
- পাল যূথ
11053. কোনটি ভুল বাক্য?
- সব মানুষই মরণশীল
- মানুষ মরণশীল
- মানুষেরা মরণশীল
- সকল মানুষেরাই মরণশীল
11054. বচন অর্থ কী?
- সংখ্যার ধারণা
- গণনার ধারণা
- ক্রমের ধারণা
- পরিমাণের ধারণা
11055. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
- বৃন্দ
- কুল
- বর্গ
- দাম
11056. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
- পাল যূথ
- সকল সমূহ
- গন বৃন্দ
- রাশি রাজি
11057. কী ভেদে বাংলায় ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
- বচনভেদে
- পুরুষভেদে
- বচন ও পুরুষভেদে
- কালভেদে
11058. নিচের কোন শব্দে বহুবচনের ঠিক প্রয়োগ হয় নি?
- তারকারাশি
- মেঘপুঞ্জ
- কমলনিকর
- কুসুমদাম
11059. কোন বহুবচনগুলো সঠিক?
- তরুরাজি পুষ্পদাম
- মানুষগণ মানুষবৃন্দ
- সভ্যসকল সভ্যসমূহ
- ছাত্রীনিচয় শিক্ষকবৃন্দৃ
11060. কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষ্যের বহুবচন হয়?
- গুণবাচক
- ভাববাচক
- সমষ্টিবাচক
- সংজ্ঞাবাচক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1106"