এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1099
এসএসসি বাংলা | 10981. পৌনঃপুনিকতা বুঝাতে দ্বিরুক্ত শব্দের ব্যবহার কোনটি?
- ছোট ছোট ডাল কেটে ফেল
- ঝির ঝির বাতাস বইছে
- ধীরে ধীরে যাও
- ডেকে ডেকে হয়রান হয়েছি
10982. “তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল” – এখানে ‘হায় হায়’ অব্যয়ের দ্বিরুক্তিতে কোনটি বুঝানো হয়েছে?
- ভাবের গভীরতা
- অনুভূতি
- আধিক্য
- সামান্যতা
10983. কোন দ্বিরুক্তিটি ধ্বন্যাত্মক?
- মিউ মিউ
- শীত শীত
- পড়োপড়ো
- হাতে-নাতে
10984. অনুভূতিজাত ধ্বন্যাত্মক দ্বিরুক্তি শব্দ কোনটি?
- ঝিম ঝিম
- টুপটাপ
- মিউ মিউ
- সাঁ সাঁ
10985. ‘আধিক্য’ অর্থে দ্বিরুক্তি হয়েছে কোনটায়?
- জ্বর জ্বর
- শীত শীত
- ধামা ধামা
- টক টক
10986. ‘বারবার সে কামান গর্জে উঠল’ – এ বাক্যে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
- ক্রিয়া বিশেষণ
- তীব্রতা
- আধিক্য
- পৌনঃপুনিকতা
10987. ‘ধ্বন্যাত্মক’ দ্বিরুক্তি কোনটি?
- মিটমাট
- চুপচাপ
- জ্বরজ্বর
- হুহু
10988. “কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ” – এখানে ধ্বন্যাত্মক দ্বিরুক্তিটি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
- বিশেষ্য
- বিশেষণ
- ক্রিয়া
- ক্রিয়া বিশেষণ
10989. অঙ্কবাচক সংখ্যা কোনটি?
- 9
- ষষ্ঠ
- সপ্তম
- আটই
10990. একাধিকবার একই গঠনা করলে যে সমষ্টি পাওয়া যায় তাকে কী বলে?
- সংখ্যাবাচক শব্দ
- অঙ্কবাচক শব্দ
- পরিমাণবাচক শব্দ
- পূরণবাচক শব্দ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলা কুইজ মডেল টেস্ট 1099"