এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1096
10951. কোনটি ভিন্নার্থক শব্দযোগে দ্বিরুক্ত শব্দ?
- জন্ম-মৃত্যু
- বন-জঙ্গল
- হাতাহাতি
- ডালভাত
10952. যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের ক্ষেত্রে শব্দের আদিস্বর পরিবর্তিত হয়েছে কোনগুলোতে?
- ডালভাত তালাচাবি অলিগলি
- চুপচাপ মিটমাট জারিজুরি
- মারামারি
10953. “পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।” – কোন অর্থে দ্বিরুক্তি?
- ভাবের গভীরতা
- সামান্যতা
- বিশেষণ বুঝাতে
- অনুভূতি বুঝাতে
10954. কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি?
- হেসে হেসে
- যায় যায়
- কার কার
- ঢং ঢং
10955. কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট রূপকে কী বলে?
- পদাত্মক শব্দ
- শব্দাত্মক পদ
- ধ্বন্যাত্মক শব্দ
- কল্পনাত্মক শব্দ
10956. আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয় নি কোনটিতে?
- ছোট ছোট
- বার বার
- ভালো ভালো
- সবগুলো
10957. “দেখেছ, তার কবি কবি ভাব।” – এ বাক্যে কী বুঝাতে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে?
- আধিক্য বুঝাতে
- আগ্রহ বুঝাতে
- সঠিকতা বুঝাতে
- সামান্যতা বুঝাতে
10958. দ্বিরুক্ত অর্থ কী?
- দুইবার উক্ত
- দুইবার ব্যাপ্ত
- অনুক্ত শব্দ
- জোড়া শব্দ
10959. বিশিষ্টার্থক বাগধারার দ্বিরুক্ত শব্দের ব্যবহার রয়েছে কোন বাক্যে?
- ভয়ে গা ছমছম করছে
- মেয়েটিকে চোখে চোখে রেখো
- ভালো ভালো আম এনো
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর
10960. কোন বাক্যে অব্যয়ের দ্বিরুক্তি হয়েছে?
- পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
- ধীরে ধীরে বায়ু বয়
- ডেকে ডেকে হয়রান হয়েছি
- দেখতে দেখতে আকাশ কালো হলো
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1096"