এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1090
10891. তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
- দাই
- সধবা
- বিধবা
- সৎমা
10892. ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
- মালিকা
- মালবিকা
- মালানী
- মালিনী
10893. ‘ইকা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
- ক্ষুদ্রার্থে
- অক স্থলে
- বৃহৎ অর্থে
- মধ্যম অর্থে
10894. ‘ইনী’ – স্ত্রী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
- জেলেনী
- চাকরানী
- কাঙালিনী
- ডাক্তারনী
10895. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
- মেধাবিনী
- মানবী
- সারী
- গরীয়সী
10896. ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ?
- মধ্যম পুরুষের সাধারণ রূপ
- মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
- নাম পুরুষের সাধারণ রূপ
- নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ
10897. পুরুষবাচক শব্দের শেষে ‘ঈয়ান’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয়?
- ইয়ানী
- ইয়সী
- ঈয়সী
- ঈয়ানী
10898. তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয় যোগে কোন শব্দ গঠিত?
- পুরুষবাচক
- সংখ্যাবাচক
- ‘গোটা’ বচনবাচক শব্দ
- স্ত্রীবাচক শব্দ
10899. কোন পুরুষবাচক শব্দকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক করা যায়?
- কুমার
- রজক
- নর্তক
- রাজা
10900. ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ?
- বিশেষ নিয়মে
- স-বর্ণ যোগে
- সাধারণ নিয়মে
- নিত্য স্ত্রীবাচক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1090"