এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1084
10833. সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
- নানি
- দাদি
- শিক্ষিকা
- মামি
10834. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
- নবীনা
- মালিকা
- কনিষ্ঠ
- বালিকা
10835. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
- স্ত্রীবাচক হয়
- পুরুষবাচক হয়
- নিত্য পুরুষবাচক হয়
- নিত্য স্ত্রীবাচক হয়
10836. নিম্নের কোনটি কুল-উপাধি ক্ষেত্রে স্ত্রীবাচকতা রয়েছে
- কুহকিনী
- ঘোষজায়া
- নর্তকী
- ধাত্রী
10837. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
- নর-নারী
- বালক-বালিকা
- দুঃখী-দুঃখিনী
- খান-খানম
10838. নাটক-নাটিকা কী অর্থে ব্যবহৃত হয়?
- স্ত্রীবাচক অর্থে
- পুরুষবাচক অর্থে
- ক্ষুদ্রার্থে
- বৃহদার্থে
10839. শব্দে ব্যবহৃত ‘ইকা’ প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয়?
- সেবিকা
- গীতিকা
- বালিকা
- গায়িকা
10840. ‘মরদ’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
- মরদী
- মরদিনী
- জেনানা
- জেনানী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-3 - এসএসসি-বাংলা-2-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1084"