এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1077
10761. “অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গ সন্ধি
- নিপাতনে সিদ্ধ সন্ধি
10762. ‘বৃষ্টি’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- বৃস + টি
- বৃশ + টি
- বৃষ্ + তি
- বৃষ + টি
10763. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
- কাঁচা + কলা = কাঁচকলা
- নাতি + বৌ = নাতবৌ
- বদ্ + জাত = বজ্জাত
- রুপা + আলি = রুপালি
10764. নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ?
- ষড়ানন
- কথাচ্ছলে
- পরিষ্কার
- হস্তান্তর
10765. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
- শুভ + অচ্ছা
- শুভ + এচ্ছা
- শুভ + ইচ্ছা
- শুভে + ইচ্ছা
10766. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- শীত + ঋত
- সন্ধি + আর্ত
- শিত + ঋত
- শিত + অর্ত
10767. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
- মন + ঈষা
- মনঃ + ইষা
- মনস + ঈষা
- মনো + ঈষা
10768. অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?
- এর
- আর
- র
- অর
10769. মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?
- খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি
- খাঁটি বাংলা স্বরসন্ধি
- তৎসম স্বরসন্ধি
- তৎসম ব্যঞ্জন সন্ধি
10770. ‘নাজজামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- নাতি + জামাই
- নাতিন + জামািই
- নাজ্ + জামাই
- নাত + জামাই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1077"