এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1076
10751. ‘সংস্কার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
- সঃ + কার
- সম্ + কার
- সং + কার
- সৎ + কার
10752. ত্ এর পরে ল থাকরে সন্ধিতে ত্ এবং ল্ মিলে কোনটা হয়?
- ড
- দ্ধ
- ল্ব
- ল্ল
10753. বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?
- ব্যঞ্জনসন্ধির
- স্বরসন্ধির
- নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির
- নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির
10754. কোনটির নিয়ম অনুসারে সন্ধি হয় না?
- কুলটা
- গায়ক
- পশ্বধম
- নদ্যম্বু
10755. ‘ষোড়শ’ – এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ষট + অশ
- ষট্ + দশ
- ষড় + অশ
- ষড় + দশ
10756. ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?
- অ + অ
- অ + আ
- আ + আ
- আ + অ
10757. ই + ঈ = ঈ – এর উদাহরণ কোনটি?
- পরীক্ষা
- অতীত
- সতীন্দ্র
- সতীশ
10758. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
- মত + এক
- মত + ঐক্য
- মতঃ + এক
- মতঃ + ঐক্যঃ
10759. ‘কৃষ্টি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ –
- কৃ + ক্তি
- কৃষ্ + তি
- কৃঃ + তি
- কৃষ + টি
10760. ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে –
- ঈ-কার হয়
- উ-কার হয়
- ও-কার হয়
- এ-কার হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1076"