এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1070
10691. কোন বানানটি অশুদ্ধ?
- ঘরণি
- সুবর্ণ
- অনুষঙ্গ
- ফটোষ্ট্যাট
10692. কোনগুলো ষত্ব বিধানের উদাহরণ?
- ত্রিনয়ন সর্বনাম
- করিস দেশি
- পোশাক মাস্টার
- আষাঢ় ঊষা
10693. সাধারণত ণত্ব ও ষত্ব বিধান কোন শব্দে ব্যবহৃত হয়?
- তদ্ভব শব্দে
- তৎসম শব্দে
- দেশি শব্দে
- বিদেশি শব্দে
10694. কোন মব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়?
- সমাসবদ্ধ শব্দে
- অব্যয়যুক্ত শব্দে
- সন্ধিযুক্ত শব্দে
- প্রত্যয়যুক্ত শব্দে
10695. কোনটি স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ – এর উদাহরণ?
- কাষ্ঠ
- বিষয়
- কৃষক
- ষড়যন্ত্র
10696. কোনটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে?
- ভীষণ
- ভাষণ
- উষ্ণ
- আপণ
10697. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’ – এর ব্যবহার হয়েছে?
- তৃণ
- বর্ণ
- রামায়ণ
- পাণি
10698. ঋ-কার ও ‘র’ এর পর ‘ণ’ হয়। নিচের কোন শব্দে এ বিধান কার্যকর হয়েছে?
- অনুষঙ্গ
- যতন
- তৃণ
- ত্রি-নয়ন
10699. ট-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
- ন
- ন্য
- ণ্য
- ণ
10700. ঋ, র, ষ – এর পর তৎসম শব্দে মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয় – এ সূত্রের বাইরের উদাহরণ কোনটি?
- কৃষ্ণ
- হরিণ
- বিশেষণ
- ব্যাকরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1070"