এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1060
10591. বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো –
- অঘোষ ধ্বনি
- ঘোষধ্বনি
- অল্পপ্রাণ ধ্বনি
- মহাপ্রাণ ধ্বনি
10592. নিচের কোন শব্দে ‘অ’ ধ্বনির সংবৃত উচ্চারণ হযেছে?
- তৃণ
- মৌন
- অতি/করুণ/অতুল
- অমানিশা
10593. ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?
- সাউন্ড বক্সের দ্বারা
- ঠোঁটের সাহায্যে
- বাগযন্ত্রের দ্বারা
- মুঘবিবর
10594. বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে?
- ৩টি
- ৪টি
- ৫টি
- ৭টি
10595. নিচের কোন শব্দটিতে ‘ঞ’-এর উচ্চারণ বৈশিষ্ট্য বজায় থাকে?
- খঞ্জ
- জ্ঞান
- বিজ্ঞান
- সংজ্ঞা
10596. কয়টি ব্যাঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না?
- ৬টি
- ৭টি
- ৮টি
- ৯টি
10597. কোন বর্গের বর্ণগুলো দন্তমূলীয়?
- ট বর্গ
- ত বর্গ
- চ বর্গ
- ক বর্গ
10598. য, র, ল, ব – এ চারটি বর্ণকে বলে –
- স্পর্শ বর্ণ
- উষ্ম বর্ণ
- অন্তঃস্থ বর্ণ
- তালব্য বর্ণ
10599. একাক্ষর সর্বনাম পদের ‘এ’ কীরূপ হয়?
- বিবৃত
- অসংবৃত
- বিস্তৃত
- সংবৃত
10600. ইংরেজী, আরবি ও ফারসি ভাষায় হ্রস্ব ও দীর্ঘ উচ্চারণে ঠিকমতো না করলে অর্থ কী হয়?
- দীর্ঘ হয়
- বদলে যায়
- সংক্ষেপ হয়
- গরমিল হয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-2 - এসএসসি-বাংলা-2-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1060"